রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের ২ দিনব্যাপী ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী হয়েছে।
গতকাল ১১ই জানুয়ারী সকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, অন্যান্যদের মধ্যে সদর উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার মধুসূদন সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান মাহাবুবা আক্তার, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহাফুজা খাতুন মলি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।