ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি হলেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০১-১২ ১৩:৪০:০৩

রাজবাড়ীর সদর উপজেলার সোনাকান্দর ঘাট এলাকার হান্নান শেখ ও মিনি বেগম দম্পতির সন্তান ট্রান্সজেন্ডার শিশির বিন্দু (২৯) বর্তমানে ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী।

   গত ১১ই জানুয়ারী কমিউনিস্ট পার্টির সহযোগী সংগঠন ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার সম্মেলনে ঘোষিত ১৫ সদস্যের কমিটিতে তাকে সহ-সভাপতি করা হয়েছে। এর আগে গত বছর তাকে জেলা ছাত্র ইউনিয়নের সদস্য হিসাবে কো-অপ্ট করা হয়েছিল। 
   গতকাল ১২ই জানুয়ারী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশির বিন্দুকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ‘শিশির বিন্দু তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছে। ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সকল প্রকার লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল, আছে এবং থাকবে।’
   এ ব্যাপারে শিশির বিন্দু বলেন, ছাত্র ইউনিয়ন ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। জেলা ছাত্র ইউনিয়নের গত কমিটিতে আমি সদস্য ছিলাম। এবার সহ-সভাপতি করা হয়েছে। এতে আমি খুব খুশি হয়েছি। ছাত্র ইউনিয়নের পর্যায় শেষ করে মূল দলেও (কমিউনিস্ট পার্টি) কাজ করবো। 
 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ