ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পাংশায় ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের ৫দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০১-১৫ ১৩:৩৪:৪৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৫ই জানুয়ারী ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের ৫দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
  পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ভেন্যুতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদরাসার ১০টি বিষয়ে মোট ৬শ’ শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণে সার্বিকভাবে কো-অডিনেট করেন রাজবাড়ী মাধ্যমিক শিক্ষা অফিসের সুদক্ষ সহকারী পরিদর্শক আল মাসুম আহমেদ। ১০টি বিষয়ে মোট ২৯জন মাস্টার ট্রেনার প্রশিক্ষণে বিষয় ভিত্তিক আলোচনা করেন।
  পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক -২০২১ এর ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিমের ৫দিন ব্যাপী প্রশিক্ষণে শিক্ষকরা নতুন নতুন বিষয় শিখতে ও জানতে পেরেছে। প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান ক্লাসরুমে সহজভাবে উপস্থাপন করতে পারবেন শিক্ষকরা। গত ৬ই জানুয়ারী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ