ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
গান্ধিমারা ও মোহনপুর বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-১৯ ১৪:৩৮:০৯

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গান্ধিমারা ও মোহনপুর বাজারের ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ১৯শে জানুয়ারী অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 
  এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিধিমালা লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গান্ধিমারা বাজারের সাদিয়া ফার্মেসীকে ১৫ হাজার টাকা ও মোহনপুর বাজারের মোসলেম স্টোরকে ৫শত টাকা জরিমানা করা হয়।
  এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 
  অভিযানের সময় কালুখালী উপজেলা প্রশাসন, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ