ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
৭দফা দাবীতে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের মানববন্ধন
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-২০ ১৩:৫৩:৩৯

বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে তারুন্যের ৭দফা দাবীতে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।

  গতকাল ২০শে জানুয়ারী বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। “দয়া নয় কর্ম চাই, বাঁচার মত বাঁচতে চাই” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাসেদের সভাপতিত্বে ও সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক  রুবেল আজম, সহ-সংগঠনিক সম্পাদক সোহেল মন্ডল, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ খান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ সোহেল মল্লিক, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, দপ্তর সম্পাদক মোঃ রিপন মাহমুদ, সমাজসেবা সম্পাদক ওয়ালিউল ইসলাম রিজভী, সদর উপজেলা শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক তানভির হোসেন, যুব অধিকার পরিষদ মিজানপুর ইউনিয়ন আহবায়ক রিমন শেখ, বরাট ইউনিয়নের আহবায়ক বাদল মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

  মানববন্ধনে তারুন্যের ৭ দাফায় কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রতি বছর ২৫ লক্ষ কর্মসংস্থান তৈরী, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, আবেদন ফি, ঘুষ, প্রভাবশালী রেফারেন্স, জামানত ও বয়সসীমা মুক্ত চাকুরীর ব্যবস্থা, ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে উপযোগী জণশক্তি  তৈরী, শিক্ষা ও প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে সুদবিহীন ঋণ প্রদান, বেকার ভাতা প্রদান, শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরী প্রদান, অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারনের জন্য উপযুক্ত বরাদ্দের ব্যবস্থা করা, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারীভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রিয় অর্থায়নে বিদেশে প্রেরণ ও বিদেশ প্রেরণের সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক(ভিআইপি) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবী জানানো হয়।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ