রাজবাড়ী শহরের শ্রীপুরের বিজয় আনন্দ মেলায় মোটর সাইকেল পার্কিং কাউন্টার এবং মেলার মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে ফরিদ মোল্লা(৪০) ও কাসেম(২২) নামক ২জনকে কুপিয়ে গুরুতর যখম করেছে সন্ত্রাসীরা।
আহত ফরিদ মোল্লা শহরের শ্রীপুর এবং কাসেম সজ্জনকান্দা(কাহারপাড়া) এলাকার বাসিন্দা।
আহত ফরিদ মোল্লা জানায়, গতকাল ২০শে জানুয়ারী অনুমান রাত ৮টার দিকে বিজয় আনন্দ মেলায় মোটর সাইকেল পার্কিং কাউন্টার তিনি কালেকশন করার সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা করে তার হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ২০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে তিনি পুলিশের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
অপর ঘটনায় বিজয় আনন্দ মেলায় যুবক কাসেমের সাথে কয়েকজনের কথাকাটাটি হয়। পরবর্তীতে যুবকরা সংঘবদ্ধ হয়ে উক্ত কাসেমকে মেলার বাইরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথারি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরবর্তীতে আহত কাসেমকে রাজবাড়ী সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭টি সেলাই লাগে বলে জানা গেছে।
এ খবর লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মেলা এলাকায় রাজবাড়ী সদর থানার পুলিশের টহল জোরদার করা হয়েছে।