ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ভবানীপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-২৫ ১৫:১৭:২১

রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টারী এলাকায় শতাধিক দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম।
 গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে সদর হাসপাতালের মর্গ সংলগ্ন আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ এসব মানুষের হাতে কম্বল তুলে দেন।
  এ সময় আঞ্জুমান মফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াজিউল্লাহ মন্টু, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোঃ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য মোবারক হোসেন, হাফেজ শফিকুল ইসলাম শফিক ও স্বেচ্ছাসেবক গোলাম মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যারা কাজ করেন তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। বেওয়ারিশ লাশ দাফন, দুস্থ  অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করা, বিপদকালীন সময়ে মানুষের সেবা দেওয়াই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানুষের বিভিন্ন সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যক্রমকে আরো গতিশীল করতে তিনি সমাজের বিত্তবানসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাজবাড়ীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৬০ বছরের সংসার ঃ একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো স্বামী-স্ত্রী’র
সর্বশেষ সংবাদ