ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গাভী পালন বিষয়ক ৭দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-২৫ ১৫:২০:০৯

রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় শহরের লক্ষীকোলে শাপলা মহিলা সমিতির কার্যালয়ে ৭দিনব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
  গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কোর্সের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।
  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল বাসার চৌধুরী, সাবেক জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, কুষ্টিয়া জেলার খোকশা উপজেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন ও রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোঃ হাসান বক্তব্য রাখেন।
  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি, রাজবাড়ী জনতা ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নুর আলম জিকু বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন লক্ষীকোলে শাপলা মহিলা সমিতির সভাপতি লাবনী আক্তার। প্রশিক্ষণে লক্ষীকোল শাপলা মহিলা সমিতির ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেছে।
  এ সময় রাজবাড়ী পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি আব্দুল খালেক নাদু ও তরুণ উদ্যোক্তা মুনসুর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  প্রশিক্ষণ শেষে আগামী ৩১শে জানুয়ারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে। 

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ