ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
গাভী পালন বিষয়ক ৭দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০১-২৫ ১৫:২০:০৯

রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় শহরের লক্ষীকোলে শাপলা মহিলা সমিতির কার্যালয়ে ৭দিনব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
  গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কোর্সের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।
  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল বাসার চৌধুরী, সাবেক জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, কুষ্টিয়া জেলার খোকশা উপজেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন ও রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোঃ হাসান বক্তব্য রাখেন।
  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি, রাজবাড়ী জনতা ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নুর আলম জিকু বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন লক্ষীকোলে শাপলা মহিলা সমিতির সভাপতি লাবনী আক্তার। প্রশিক্ষণে লক্ষীকোল শাপলা মহিলা সমিতির ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেছে।
  এ সময় রাজবাড়ী পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি আব্দুল খালেক নাদু ও তরুণ উদ্যোক্তা মুনসুর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  প্রশিক্ষণ শেষে আগামী ৩১শে জানুয়ারী প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে। 

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ