মাহবুব হোসেন পিয়ালফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালঙ্গা গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ হামেদ মোল্লা(৫৩) নামে এক পাট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল ২৮শে আগস্ট সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত হামেদ মোল্লা মালঙ্গা গ্রামের মৃত মনো মোল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিন গত ২৭শে আগস্ট সন্ধ্যার সময় হামেদ মোল্লা বাড়ী থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা মালঙ্গা গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে গলায় জামা দিয়ে পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে।
সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মৃত্যুর কারণ জানাতে পারেনি।