রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর ৬৬তম জন্মদিন উপলক্ষ্যে গোয়ালন্দে দোয়া মাহফিল হয়েছে।
গতকাল ৩রা ফেব্রুয়ারী বাদ জুম্মা আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল। দোয়া মাহফিলে কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন উপলক্ষে মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে দুপরের খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মোঃ নজরুল ইসলাম মন্ডল সকলের কাছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করেন।