ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০২-০৭ ১৪:১৮:০৪

 রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক মিলাদ মহফিল ও পুরস্কার বিতরণ গতকাল ৭ই ফেব্রুয়ারী সকালে অনুষ্ঠিত হয়েছে। 
  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক প্রদ্যুত কুমার দাসের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা বক্তব্য রাখেন। 
  এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক ও মওলানা আব্দুল খালেকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 
  এরপর অনুষ্ঠিত হয় বার্ষিক মিলাদ মহাফিল। প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হজরত মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম মুনির ও বিশেষ অতিথি হিসেবে জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা বক্তব্য রাখেন।
  বক্তব্য পর্ব শেষে কোরআন তেলোয়াত, হামদ, নাতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ