ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের উপজেলা পর্যায়ে বালক অনূর্ধ্ব-১৫ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০২-১৭ ০১:৩৬:০৮

রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে বালক অনূর্ধ্ব-১৫ফুটবল খেলোয়াড়দের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১৬ই ফেব্রুয়ারী বিকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এ ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মাঝে সদনপত্র বিতরণ করা হয়। 
  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি হিসেবে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর ও জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা প্রমুখ বক্তব্য রাখেন। 
  উল্লেখ্য, গত ১৮ই জানুয়ারী দুপুরে সদর উপজেলার ৪০জন বালককে নিয়ে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ প্রশিক্ষণ শুরু হয়। 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ