ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
আরএসসিএফের আয়োজনে রাজবাড়ীতে “তবুও জীবন অগাধ” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব আজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-২৩ ০৪:২৫:২৪

রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ)-এর আয়োজনে আজ ২৩শে ফেব্রুয়ারী বিকাল সোয়া ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজবাড়ীর কৃতি সন্তান কবি উম্মে সালমা তানজিয়ার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ “তবুও জীবন অগাধ”-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

  প্রকাশনা উৎসবে বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, বই বিনমিয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, উদ্বোধক হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাগরিকা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম এবং মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন আরএসসিএফের সভাপতি রিফাহ নানজীবা অহনা।

  উল্লেখ্য, রাজবাড়ীর কৃতি সন্তান কবি উম্মে সালমা তানজিয়ার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ “তবুও জীবন অগাধ” এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ