ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
দৌলতদিয়া থেকে ইয়াবাসহ বিক্রেতা রেহেনা গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-২৫ ১৭:২০:০৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে গত ২৫শে ফেব্রুয়ারী দিবাগত রাত ১২টার দিকে ১০০ পিস ইয়াবাসহ বিক্রেতা রেহেনা আক্তার (২৪)কে ডিবি সদস্যরা গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃত রেহেনা আক্তার মাদারীপুর জেলা সদরের কামারপট্টি রোডের পুরান বাজার এলাকার মৃত রবিন দাসের মেয়ে ও দৌলতদিয়া পতিতাপল্লীর স্বপন বাবুর বাড়ীর ভাড়াটিয়া।

  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ শে ফেব্রুয়ারী দিনগত রাত ১২টার দিকে ডিবির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মফিজুল ইসলাম, এএসআই শরীফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দৌলতদিয়া পতিতাপল্লীতে আইয়ুব মেম্বারের দোতলা বাড়ীর পাশে থেকে ১০০ পিস ইয়াবাসহ রেহেনা আক্তারকে করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

  ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত রেহেনা আক্তার পেশাদার মাদক বিক্রেতা। গোপন তথ্যে ইয়াবাসহ হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। 

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ