ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর বার্ষিক উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-২৫ ১৭:২০:৩১

রাজবাড়ী জেলার পাংশার ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর দু’দিন ব্যাপী বার্ষিক উৎসব-২০২৩ গতকাল ২৫শে ফেব্রুয়ারী সম্পন্ন হয়েছে। 

  গতকাল শনিবার বিকালে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

  জানা যায়, প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোঃ মনজুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমী ও প্রগ্রেসিভ আইডিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল মতিন বক্তব্য রাখেন।

  অনুষ্ঠান বিশেষ অতিথিদের মধ্যে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান ও ড. কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একাডেমীর সহকারী শিক্ষক আবু ইউসুফ ও মোঃ হেলাল উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন একডেমীর সহকারী শিক্ষক মিজানুর রহমান ও মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে মৈশালা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ