ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কালুখালীর রতনদিয়া ইউপিতে দেড়শ পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৮-৩১ ১৫:০৫:৫৮
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে গতকাল ৩১শে আগস্ট সকালে ১৫০টি দরিদ্র পরিবারের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম সচেতনতামূলক স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ১৫০টি দরিদ্র পরিবারের মধ্যে সচেতনতামূলক স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (সার্জিক্যাল মাস্ক, ব্লিচিং পাউডার ও সাবান) বিতরণ করা হয়েছে।
  গতকাল ৩১শে আগস্ট সকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এসব উপকরণ বিতরণ করেন। এ সময় ইউপি সদস্য মাসুদুর রহমান হিটু ও ইউপি সচিব ইউনুস আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত স্বাস্থ্য সুরক্ষা উপকরণসমূহের মধ্যে ছিল ৫টি করে সার্জিক্যাল মাস্ক, ১ কেজি করে ব্লিচিং পাউডার ও ৪টি করে সাবান। 
  উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ‘লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-৩(এলজিএসপি-৩)’ এর ‘সাম্প্রতিক প্রাণঘাতী করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধ’ প্রকল্পের আওতায় এই সচেতনতামূলক স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ