ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদরের রামকান্তপুরের বেথুলিয়ায় লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শেখ মামুন
  • ২০২৩-০২-২৫ ১৭:২১:৫৬

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৫শে ফেব্রুয়ারী সন্ধ্যায় ৩য় লালন উৎসব হয়েছে। বেথুলিয়া উজানধারা লালন সংঘ এ উৎসবের আয়োজন করে।

  লালন উৎসবে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, আলহাজ¦ খন্দকার সামছুল হক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর আব্দুর রহিম সজল ও  বালিয়াকান্দি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেথুলিয়া উজান ধারা লালন সংঘের সভাপতি বাউল শহিদুল পাগলা। 

  অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল রোস্তম ফকির, বাউল শাহাবুল, নাহিদা আক্তার তুলি, পারভীন আক্তার, মেরিনা পারভীনসহ স্থানীয় বাউলবৃন্দ। অনুষ্ঠানে দূর দুরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লালন লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ