ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় সুদ না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিট ও প্রাণনাশের হুমকি
  • শামীম হোসেন
  • ২০২৩-০২-২৬ ১৩:৫৫:৩৩

রাজবাড়ী জেলার পাংশায় সুদের টাকা না দেওয়ায় মোতাহার খা নামের এক ব্যবসায়ীকে মারপিট ও প্রাণনাশের হুমকি দিয়েছে সুদে কারবারীরা। 

  গতকাল ২৬শে ফেব্রয়ারী বেলা ৩টার দিকে পাংশা সাদিপ্লাজার আন্ডার গ্রাউন্ডে এ ঘটনা ঘটে। মোতাহার খাঁ সাদিপ্লাজার মায়ের দোয়া গার্মেন্টেসের স্বত্তাধিকারী। সে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৌকুড়ী গ্রামেন মুন্নাফ খার ছেলে।

  ব্যবসায়ী মোতাহার খাঁ বলেন, আমার ব্যবসা পরিচালনা করার জন্য ৪ মাস আগে পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামের মানিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিই। বিনিময়ে প্রতিদিন ৮০০ টাকা করে দেওয়ার কথা ছিলো। একই দিনে একই গ্রামের শাজাহানের ছেলে হাফিজের কাছ থেকে ৩০ হাজার টাকা নিই। বিনিময়ে তাকেও প্রতিদিন ৬০০ টাকা করে দেওয়ার কথা ছিলো। টাকা নেওয়ার পর থেকে পরবর্তী ৩ মাস ১০ দিন পর্যন্ত তাদেরকে লাভের টাকা দিয়ে আসছি। ব্যবসা মন্দা যাওয়ায় গত ২০ থেকে ২২ দিন লাভের টাকা দিতে পারিনি। এ কারণে সাদিপ্লাজার পার্কিং (আন্ডাগ্রাউন্ড) এ ডেকে এনে পারপিট করে পালিয়ে যায় হাফিজ ও মানিক। কিছুক্ষণ পরে মানিক আমার মোবাইল ফোনে কল করে টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।  

  এ বিষয়ে মানিক ও হাফিজ বলেন, অল্পকিছু দিন সে আমাদের লাভের টাকা দিয়েছিলো। এরপর থেকে সে আমাদের লাভের টাকা দেওয়া বন্ধ করে দেয়। আমরা লাভের টাকাসহ মূল টাকা ফেরত চাইলে সে টাকা না দিয়ে আমাদের ঘুরাতে থাকে। 

  এ নিয়ে গতকাল কথা কাটাকাটির জের ধরে তাকে কিলঘুষি মারা হয়েছে। তবে মুঠোফোনে প্রাণ নাশের হুমকির বিষয়টা অস্বীকার করেছেন তারা। 

  সাদিপ্লাজার আন্ডার গ্রাউন্ডের ম্যানেজার আলম বলেন, আমার সামনে মোতাহারকে মারপিট করেছে। আমি কোনমত ঠেকিয়ে মোতাহারকে রক্ষার জন্য আন্ডার গ্রাউন্ডের একটি দোকানের মধ্যে ঢুকিয়ে তালা মেরে রাখি। এরপর হাফিজ ও মানিক চলে যাওয়ার পর তালা খুলে মোতাহারকে বের করে দিই।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ