বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে যুবলীগ কেন্দ্রীয় নেতারা।
গতকাল ৩রা মার্চ বিকালে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল হক চৌধুরী রাসেল ও প্রচার সম্পাদক জয়দেব নন্দী বক্তব্য রাখেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহির উদ্দিন মিল্টন, আইটি সম্পাদক শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ-আইটি সম্পাদক এন.আই. আহমেদ সৈকত, কার্যনির্বাহী সদস্য ডাঃ আওরঙ্গজেব আরু, এডঃ ইয়াছির আরাফাত রামিম, এস এম আশরাফুল ইসলাম রতন, জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত হাসানসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, দীর্ঘ ২৬ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৯৭ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কমিটি তাদের নির্ধারিত মেয়াদ শেষ করে অতিরিক্ত ২বছর দায়িত্ব পালন করে। ২০০৫ সালে কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার ৪ঠা মার্চ রাজবাড়ী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলন ঘিরে রাজবাড়ীতে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করছি এই সম্মেলনে লক্ষাধিক যুবকের সমাগম হবে। এই সম্মেলনকে স্বার্থক ও সুন্দর করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, আমরা প্রতিটি জেলায় সম্মেলনের আগে সাংবাদিক বন্ধুদের সাথে মতবিনিময় করি। সাংবাদিকরা জাতির দর্পণ। সম্মেলনটি যেন ভালোমত কভারেজ দিয়ে জাতির সামনে মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন সেই প্রথ্যাশা করি।
তিনি আরও বলেন, সম্মেলনটি দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব উদ্বোধনী পর্বটি রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে ও ২য় পর্ব রাজবাড়ী পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি, প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, সহ-সভাপতি মোঃ রেজাউল হক রেজা, সহ-সভাপতি ও মহিলা এমপি সালমা চৌধুরী রুমা, মহিলা এমপি এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, কেন্দ্রীয় যুবলীগ ঢাকা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল হক চৌধুরী রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা, ডাঃ আওরঙ্গজেব আরু, এডঃ ইয়াছির আরাফাত রামিম, এডঃ মোঃ রেজা-ই-রাব্বি ও এস এম আশরাফুল ইসলাম রতন উপস্থিত থাকবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম এবং সঞ্চালনা করবেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন শিকদার ও শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল।