রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার
দিবসে র্যালী ও আলোচনা সভা
॥আসাদুজ্জামান নুর॥ “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৫ই মার্চ সকালে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহযোগিতায় র্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে দিবসটি উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনের সভাপতিত্বে, সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাকির হোসেন ও ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিন বক্তব্য রাখেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবসটি আমরা পালন করছি এমন একটা প্রেক্ষাপটে যখন সারা পৃথিবীতে দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য। সেই সাথে সামনে রমজান মাস আসছে আমাদের দেশের একটা ট্রেডিশন রমজান মাস এলে দ্রব্য মূল্য কিছুটা হলেও বেড়ে যায়। দ্রব্যর মূল্য যেন স্বাভাবিক থাকে সেজন্য আমরা রাজবাড়ীর ব্যবসায়ীদের সাথে আলোচনার আয়োজন করেছি। সেই সাথে বাজার মিনিটিংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত বাজার তদারকি করে যাচ্ছে। জ্বালানির বিষয়টা আমাদের সবার খেয়াল রাখতে হবে। নিরাপদ জ্বালানি ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে গ্যাস ও তেল অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, আমরা যখন ভোক্তার অধিকার নিয়ে আলোচনা করি, শুধু দাম বৃদ্ধি নিয়ে আলোচনা করি। কিন্তু ভোক্তার অধিকার শুধু দামের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিমাণ, সাইজ, গুনগত মান এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সকল ভোক্তাদের। আমরা সবাই কিন্তু পরস্পরের ভোক্তা যেমন যে শাক বিক্রি করে সে চাল কেনে। যে চাল বিক্রি করে সে তেল কেনে। যে তেল বিক্রি করে সে রড সিমেন্ট কেনে। এভাবেই আমারা পরস্পর পরস্পরের ভোক্তা। আমি একটা পণ্যের দাম বাড়িয়ে দিলাম অটোমেটিক সে অন্যটির দাম বাড়িয়ে দিবে। ভোক্তাদের নিজেদের কেউ সচেতন হতে হবে। পণ্যের মোড়কে উপাদান, দাম, উৎপাদন তারিখ, মেয়াদোর্ত্তীণের তারিখ বিস্তারিত লেখা থাকে। দ্রব্যদী ক্রয়ের ক্ষেত্রে ভালোভাবে দেখে নিতে হবে। সবাই যদি সচেতন হয়, তাহলে কিন্ত দোকানদার মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখবে না।
এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।