ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৩-১৭ ১৬:২৭:১৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।
  দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
  পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কেক কাটার পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
  এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা অনুদান প্রদান, ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার বিতরণ, কর্মসংস্থান সৃজনে যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, দুরারোগ্য রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয় এবং শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস ছামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ