ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলবে রাজবাড়ী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৩-১৮ ১৫:৫৪:৪৩

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর জাতীয় পর্যায়ের ফাইনালে উঠেছে রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।
  গতকাল ১৮ই মার্চ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে ঢাকা বিভাগের সেরা দল হিসেবে রাজবাড়ী সদর শহরের বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল সিলেট বিভাগের সেরা দল সুনামগঞ্জ জেলার হাজী কুদরত উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ২-০ গোলে পরাজিত করে জাতীয় পর্যায়ের ফইনাল খেলার কৃতিত্ব অর্জন করে।
  আগামী ২১শে মার্চ দুপুরে ঢাকাস্থ আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে ঢাকা বিভাগের সেরা দল রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল রংপুর বিভাগের নীলফামারী সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দলের মোকাবেলা করবে। ফাইনাল খেলা শেষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
  রাজবাড়ী সদর শহরের বিনোদপুর কলেজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ঢাকা বিভাগের ফাইনালে উঠায় জেলা প্রশাসক আবু কায়সার খান দলের খেলোয়ারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রাজবাড়ী জেলা দলের বিভাগীয় পর্যায়ে খেলতে যাওয়ার শুরু থেকে প্রতিনিয়ত খোঁজখবর রাখাসহ সার্বিক সহযোগিতা প্রদান করছেন।
  এছাড়াও ১ম সেমিফাইনাল খেলায় রাজবাড়ী দলের সাথে সদর উপজেলা ক্লাষ্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মনজুরুল আলম দুলাল, বিনোদপুর কলেজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া বিলকিস উপস্থিত ছিলেন।
  এছাড়াও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকায় বসবাসরত রাজবাড়ীর বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহ দেন।

 

 

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের পরোয়ানা
জাতিসংঘের এলডিসি, এলএলডিসি এবং সিডস্-এর আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ সংবাদ