র্যালী ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গতকাল ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শ্রমিক লীগের বাস্তবায়নে শহরের ১নং রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জাতীয় শ্রমিক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রাকিবুল হাসান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ নেতা ও সাবেক ভিপি আশরাফুল ইসলাম আশা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।