রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে মার্চ সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন ও জেলা নদী রক্ষা কমিটির সভাসহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান ও সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়।
এছাড়াও পর্যায়ক্রমে সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলা পর্যালোচনা কমিটি, জেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি, ভূ-সম্পত্তি জবর দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং বিষয়ক জেলা কমিটি এবং পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম বাবু, সহকারী কমিশনার মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার নাহিদ আহমেদ ও সহকারী কমিশনার সাদ আহম্মেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।