ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া রুশনি বড় হয়ে ডাক্তার হতে চায়
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৩-২৯ ১৫:৩৫:৪৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মাহমুদা বিনতে হোসেন রুশনি(ফাতিমা)। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মনিমুকুর প্রাথমিক বিদ্যালয় হতে ২০২২ সালে  ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ কৃতিত্ব অর্জন করে। বর্তমানে সে বালিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।

  মাহমুদা বিনতে হোসেন রুশনি(ফাতিমা) বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। তার বাবা মাহমুদ হোসেন রানা একজন আইজীবি ও মা মমতাজ হাই স্কুলের শিক্ষিকা। সে বাবা মায়ের একমাত্র সন্তান। 

  মাহমুদা বিনতে হোসেন রুশনি ফাতিমা’র মামা ডাঃ মুজাহিদুল ইসলাম সোহান মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জানান, রুশনির এমন সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার মা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ। ছোটবেলা থেকেই সে তার মায়ের কাছে থাকে। পড়াশোনায় অনেক মনোযোগী রুশনি বড় হয়ে ডাক্তার হতে চায়। তিনি তার ভাগ্নির সফলতার এ ধারাবাহিকতা রক্ষায় সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ