ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
গোয়ালন্দে ইউএনও’র অভিযানে ড্রেজিং পাইপ ধ্বংস॥ভেকুর মালিককে জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৫-২৮ ১৬:১৭:৪২

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ী সংলগ্ন বিশ্বনাথ কবিরাজের পাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজিং পাইপ ভেঙ্গে ধ্বংস এবং গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে একটি ভেকু বিকল ও অপর ভেকুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
 গতকাল ২৮শে মে রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান। 
 এ বিষয়ে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন প্রতিরোধ এবং সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে অভিযান চালিয়ে ১টি ভেকু বিকল ও অপরটির মালিককে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উজানচরে একটি ড্রেজিং মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। ব্যাটারি জব্দ করা হয়েছে। 
 তিনি আরও জানান, যারা মাটি উত্তোলনে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা যেন কোন জমি বা পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি না করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ