ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-২৯ ১৫:৫১:১৩

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রাম প্রসাদ সরকারের পৈতৃক বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত কামাল কাজী(৪৩) নামে আরো এক ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 পরে তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
 গতকাল ২৯শে জুলাই ভোর ৪টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াকলা রেলওয়ে কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 গ্রেপ্তারকৃত কামাল কাজী জেলার বালিয়াকান্দি উপজেলার রহমতপুর গ্রামের লতিফ কাজীর ছেলে।
 জানা গেছে, পুলিশের এসআই রাম প্রসাদের গ্রামের বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে। সেখানে তার বাবা রমেশচন্দ্র সরকার ও মা মিনা রাণী সরকার থাকেন। গত ২৭শে জুন রাত সাড়ে ১২টা থেকে একই তারিখ রাত ১টা পর্যন্ত ৭/৮ জন অজ্ঞাতনামা ডাকাত তার বসত বাড়ীতে ঢুকে ধারালো অস্ত্র প্রদর্শন করে মৃত্যুর ভয় দেখিয়ে একজোড়া স্বর্নের দুল ও নগদ ২০ হাজার টাকা লুণ্ঠন করে। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই রাম প্রসাদ সরকারের বাবা রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে। 
 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে ডাকাতির ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য কামাল কাজীকে মধুখালী থেকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
  তিনি আরও বলেন, এ মামলায় এ পর্যন্ত ৩জন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ৩জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ