তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শহীদ স্মরণে রাজবাড়ীতে জুলাই বিপ্লব ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯শে জুলাই সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা পরিষদের বাস্তবায়নে এই কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এর আগে কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও জেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজকে তোমরা যারা এখানে এসেছো তোমাদেরই সিনিয়ররা গত জুলাই ও আগস্টে দেখিয়েছে তারুণ্যের শক্তি কাকে বলে। তারুণ্যের যে অফুরন্ত শক্তি রয়েছে, তারুণ্যের হাত যে দুর্বার, তারুণ্য যে অপ্রতিরোধ্য তা বাংলার মাটিতে আমাদের তরুণরাই দেখিয়েছে। তোমাদের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, ফ্যাসিস্ট মুক্ত, অন্যায় অবিচার মুক্ত, যে সমাজে থাকবে সাম্য, যে সমাজে থাকবে ন্যায় বিচার, যেখানে কোন দূর্নীতি থাকবে না, যার জন্য অনেক বাবা মায়ের সুসন্তানরা জীবন ত্যাগ করেছেন তাদের সেই ত্যাগটা এবং ১৯৭১ এ আমাদের অনেক শহীদরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণটাকে বিসর্জন করেছে একটি সুন্দর দেশ তৈরির জন্য। সেই সুন্দর দেশটা রচিত হবার জন্য তোমাদেরও ভূমকি রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, তরুণরাই হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ। অতীতে যেমন তারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আজও তারাই দেশকে এগিয়ে নেবে। আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, এখন দায়িত্ব সবার এই দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা।
আলোচনা সভা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুইটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা শেষে ২২ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।