ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-২৯ ১৫:৪৯:২৮

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৫৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
 গতকাল ২৯ শে জুলাই বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম।
 এর আগে গত ২৮শে জুলাই রাত ৯টার দিকে জেলার গোয়ালন্দ ঘাট থানার সরকারী ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী মোল্লা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহেরচর দৌলতদিয়ার সাত্তার মেম্বার পাড়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে।
 মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্ট দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ আন্দোলন সফল করার লক্ষে অবস্থান নেয়। আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হয়। এ ঘটনায় গত ২রা অক্টোবর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের মোঃ ইদ্রিস ফকিরের ছেলে মোঃ শাহিন ফকির(৩৮) বাদী হয়ে সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৫০/২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় শাহীন ফকিরের দায়ের করা মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাকে তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল ২৯শে জুলাই আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ