শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে গতকাল ২রা অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী শহরের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার সরকার ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নুরুন্নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।