রাজবাড়ীতে ৫দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে।
গতকাল ২রা অক্টোবর বিকেলে পদ্মা নদী গোদার বাজার এলাকায় শত শত ভক্তের উপস্থিতিতে দেবী দূর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় পদ্মার তীর জুড়ে ছিল বিষাদের সুর।
এর আগে ভক্তরা বিষাদ ভুলে হাসিমুখে দেবী মাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিসর্জনের আগ পর্যন্ত তারা একে-অন্যকে সিঁদুরে রাঙান, নাচ-গান করেন, যেন সারা বছর এমন আনন্দে কাটে।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহরের গোদার বাজার পদ্মা নদী, ভাজনবাড়ী পুকুরসহ স্থানীয় বিভিন্ন পুকুরে প্রতিমা নিয়ে এসে বিসর্জন দেয় হিন্দু ধর্মাবলম্বীরা। বিসর্জনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোদার বাজার পদ্মা নদী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলো। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের কাজ করতে দেখা গেছে।
হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা জানান, দেবী দুর্গা অশুভ শক্তিকে ধ্বংস করতে এ ধরায় এসেছিলেন। ৫দিন থাকার পর আজ চলে যাচ্ছেন। এটা তাদের জন্য দুঃখের একটি দিন। তবে তারা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন।
এবার জেলার প্রতিটি মন্ডপে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। প্রতিটি পূজামন্ডপে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনা সদস্যদের পাশাপাশি র্যাব তাদের টহল কার্যক্রম চালিয়েছিলো। এছাড়াও গোয়েন্দা সংস্থারাও তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলো।
শাস্ত্রমতে বিসর্জনের মধ্যদিয়ে মা দুর্গার সন্তান কার্তিক, গণেশ, লক্ষী, সরস্বতীসহ চলে যান কৈলাসে স্বামীর ঘরে। তিনি আবার এক বছর পর নতুন শরতে ‘পিতৃগৃহ’ এই ধরণীতে ফিরবেন। এ বছর দেবী দুর্গা কৈলাস থেকে গজে (হাতি) চড়ে মর্ত্যে এসেছিলেন। ফিরে যাচ্ছেন দোলায় (পালকি) করে। বিশ্বাস অনুযায়ী, গজে আগমন শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনে। তবে দোলায় গমন মহামারি বা অন্য কোনো বড় বিপর্যয়ের আশঙ্কার ইঙ্গিত বহন করে। মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয় ২১শে সেপ্টেম্বর। আগামী ৬ই অক্টোবর কোজাগরী পূর্ণিমার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
রাজবাড়ী বড়পুল হরিতলা সার্বজনীন মন্দিরে বিকেলের দিকে সিঁদুর খেলায় মেতে ওঠেন বেশ কয়েকজন নারী। তারা একে-অপরের কপালে সিঁদুর মেখে দেন। কেউ কেউ দুই গালভরে সিঁদুর মাখেন।
সিঁদুর উৎসবে অংশ নেওয়া নারী শ্রেয়া ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে এই মন্দিরে সিঁদুর খেলেছি। আজকে সিঁদুর খেলার মাধ্যমে আমরা মূলত স্বামীদের মঙ্গল কামনা করেছি। নিজের পরিবার, সন্তানরা সবার জন্য মঙ্গল কামনা করেছি। দেবী মা আজ চলে যাচ্ছেন। তাকে আবার পাবো এক বছর পর। তাই আনন্দের মাঝেও বিষাদ আছে।
রাজবাড়ী পাবলিক হেলথ এলাকার বাসিন্দা সুমনা সাহা নামের এক ভক্ত বলেন, এই কয়েকদিন যেন স্বপ্নের মতো কেটেছে। মা দুর্গা আমাদের মাঝে ছিলেন, তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। এখন তিনি চলে যাচ্ছেন, এই কষ্ট মেনে নিতে হবে। আবারও এক বছরের অপেক্ষা। মা প্রতি বছর আসে আমরা পূজা করি। এই উদ্দেশ্যে পূজা করি যাতে বিশ্বব্রহ্মাণ্ডে শান্তি বজায় থাকে। অশুরের দমন হয়। মানুষের খারাপ প্রবৃত্তি যেনো চলে যায়। বিশ্বে শুভ শক্তি বিরাজ করে এই উদ্দেশ্যে আমরা পূজা করি।
রাজবাড়ী টিএন্ডটি পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির দেবীর চরণে সিঁদুর দিতে আসা নারী সুপ্রিয়া সেন বলেন, স্বামীর মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করি। তার পায়ে সিঁদুর ছুঁয়ে দিয়ে তার কিছুটা সিঁথিতে লাগালে সংসারে মঙ্গল হয়।
গোদার বাজার পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন দিতে আসা অনির্বাণ চক্রবর্তী, রনজিত সরকার, প্রকাশ বিশ্বাস, সঞ্জয় শীলসহ একাধিক ব্যক্তি জানান, মা দেবী দুর্গা সকল মানুষকে ভালো রাখুক। পৃথিবীটা যেন ভালো থাকে। অশুভকে বিনাশ করেন। পাশাপাশি দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। আজকের দিনে এই আশাই আমরা করি মা দেবীর কাছে।
রাজবাড়ী পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অনিন্দিতা গুহ বাণী বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। পাশাপাশি সহযোগিতার জন্য স্থানীয় সকল রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস বলেন, দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের দুর্গোৎসব শেষ হয়েছে।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হলো আজ। জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুন্দরভাবে পূজার সমাপ্তি রয়েছে। পূজায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য জেলা পুলিশ এ বিষয়ে অত্যন্ত তৎপর ছিল।
উল্লেখ্য, এবছর রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ৪৩৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় (পৌরসভাসহ) ১১০টি, গোয়ালন্দে উপজেলায় (পৌরসভাসহ) ২৫টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৯টি, কালুখালী উপজেলায় ৫৭টি ও পাংশা উপজেলায় (পৌরসভাসহ) ৯৮টি।