রাজবাড়ীতে বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা অক্টোবর দুপুরে রাজবাড়ী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির অফিস কক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস এর জেলা সভাপতিও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীবের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস এর রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শেখ, ডাক্তার এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, অংকুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল হাসান চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম বিশ্বাস, আলগাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম মোল্লা, বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিসের কালুখালী উপজেলা সভাপতি ও এ জেড এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী শেখ, রাজা সূর্য কুমার ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় গাজী আহসান হাবিব বলেন, ৫ তারিখে রাজবাড়ীতে অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদা পালন করতে হবে। এর জন্য আমাদের সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে আজকের এই প্রস্তুতিমূলক সভায় আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী ৭ তারিখে সমগ্র বাংলাদেশের শিক্ষকদের নিয়ে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শিক্ষক দিবস দেশের স্মরণকালের ঐতিহাসিক শিক্ষক দিবসে রূপ দিতে হবে। এই বিশ্ব শিক্ষক দিবসকে মহাসমাবেশে পরিণত করতে হবে। সারা দেশের মধ্যে রাজবাড়ীর সকল শিক্ষক ঐক্যবদ্ধ আছেন এটার প্রমাণ দিতে হবে এবং স্মরণকালের একটি বড় ধরনের শিক্ষকদের নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রাজবাড়ী জেলার শিক্ষকদের ব্যানার নিয়ে অবস্থান করতে হবে।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশকে জানান দিতে হবে যে রাজবাড়ী জেলার শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ। সেই জন্য জেলার ৫টি উপজেলার প্রায় ১২শত শিক্ষক নিয়ে ঢাকার ৭ই অক্টোবরের বিশ্ব শিক্ষক দিবসে যোগদান করতে হবে। সেই জন্য জেলার সকল শিক্ষক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ৭ তারিখে একত্রিত হয়ে রাজবাড়ী জেলা থেকে বিশাল একটি বাস বহর নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হবে।