ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
পাংশায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে মিষ্টি বিক্রি করছে তালহা সুইট্স
  • শামীম হোসেন
  • ২০২৩-০৩-২৯ ১৬:০৬:২১

রমজান মাস আসলেই প্রতি বছর খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রত্যেকটি পণ্যের দাম যেখানে বাড়িয়ে দেন ব্যবসায়ীরা সেখানে রাজবাড়ী জেলার পাংশায় তালহা সুইট্স দিচ্ছে বিশেষ মূল্য ছাড়। 
  পাংশা শহরের প্রাণ কেন্দ্র কালীবাড়ী মোড়ে অনুপ দত্ত মার্কেটে অবস্থিত তালহা সুইট্স পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যানার টানিয়ে তাদের মিষ্টিদ্রব্য সামগ্রী বিক্রি করছে অনেক কম মূল্যে।
  গতকাল ২৯শে মার্চ তালহা সুইট্সে কর্মরত মোঃ হয়রত আলীর সাথে কথা হলে তিনি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানের সকল পণ্যে বিশেষ ছাড় দিয়েছে পলিক পক্ষ। এ সময় প্রতিষ্ঠানের কোন পণ্যে কত টাকা মূল্য ছাড় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পূর্বে রাজভোগের দাম ছিলো ৩৩০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ২২০ টাকা। রসগোল্লার দাম ছিলো ২২০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ১৮০ টাকা। মাঠার দাম ছিলো ১৪০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ১০০ টাকা। পূর্বে টক দইয়ের দাম ছিলো ১২০ টাকা কেজি। বর্তমানে সেটি করা হয়েছে ৯০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যে বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রমজান মাসে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাজারের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ