ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ডিবির অভিযানে কল্যাণপুর থেকে ১হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৩-৩১ ১৫:৩৪:৪৯

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বাজার এলাকা থেকে গত ৩০শে মার্চ রাতে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করাসহ দেলোয়ার হোসেন খান (৫২) নামে এক মাদক বিক্রেতাকে ডিবির সদস্যরা গ্রেফতার করেছে। 
  গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন খান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মৃত আব্দুল রশিদ খানের ছেলে।  
  জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০শে মার্চ রাত সোয়া ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবির এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সসহ কল্যাণপুর বাজারে বিশেষ অভিযান চালায়। এ সময় বাজারের মেসার্স এইচ কে ট্রেডিং এন্ড কোং নামে একটি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দেলোয়ার হোসেন খানকে ১হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। 
  এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় দেলোয়ার হোসেন খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৩১শে মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ