ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সদরের বসন্তপুরে গৃহবধু ধর্ষণ মামলার মূল আসামী র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • সোহেল মিয়া
  • ২০২৩-০৩-৩১ ১৫:৩৭:৩৭

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামী আলিমুদ্দিন মোল্লা (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব।
  গতকাল ৩১শে মার্চ মাগুরা জেলার শ্রীপুর থানার রামচন্দ্রপুরের কোদলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার।
  গ্রেফতারকৃত আলিমুদ্দিন মোল্লা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
  প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৪শে মার্চ রাতে রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের গৃহবধু প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইর বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের বাসিন্দা আলিমুদ্দিন মোল্লা তাকে হাতমুখ বেঁধে ধর্ষণ করে। 
  পরবর্তীতে তার মুখের বাঁধন খুলে গেলে সে চিৎকার দেয়। এ সময় তার চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এলে আলিমুদ্দিন পালিয়ে যায়। 
  এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে আলিমুদ্দিনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী ২০০৩) এর ০৯(১) ধারায় ধর্ষণ মামলা করে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ