দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।
গতকাল ১লা এপ্রিল দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচীতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোঃ জহুরুল হক শাহজাদা মিয়া।
জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান রোমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাব্বত হোসেন খোকন, সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, পাংশা থানা বিএনপির সভাপতি চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এডঃ রকিবুল ইসলাম রুমা, সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী মোল্লা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ও গোয়ালন্দ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোঃ জহুরুল হক শাহজাদা মিয়া বলেন, বর্তমান নিশি রাতের সরকারকে জিজ্ঞাসা করতে চাই আপনি কথা দিয়েছিলেন ১০টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। আপনার ১০টাকা কেজির চাল এখন কোথায়? আপনি তার জবাব দেন। বর্তমানে পবিত্র রমজান মাস চলছে চালসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মানুষ ইফতার করার জন্য সামান্য খেজুর পর্যন্ত কিনে খেতে হিমশিম খাচ্ছে। সবকিছু দাম এতোটা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তত্ত্ববাবধাক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর নিশিরাতের সরকার গঠন করার সুযোগ জনগণ আপনাদের দেবে না। যতই মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করেন আগামী রমজানে তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবেন।