ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পাংশায় বাবুপাড়া ও মৌরাট ইউপিতে পৃথক মাঠ দিবস
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-০৫ ১৫:১৮:২৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বাবুপাড়া ও মৌরাট ইউপিতে পৃথক দু’টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
  জানা যায়, গত ৪ঠা এপ্রিল বিকালে বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামে ২০২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়।
  পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম রসুল, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল-আমীন হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী খান প্রমূখ বক্তব্য রাখেন।
  বক্তারা ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাঠ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
  এছাড়া গতকাল ৫ই এপ্রিল দুপুরে উপজেলার মৌরাট ইউপির জাগির মালঞ্চি গ্রামে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রবি মৌসুমের বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ