ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীর গোদার বাজারে পদ্মা নদীতে অভিযানে বাঁশের বাঁধ-কারেন্ট জাল ধ্বংস
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৪-০৫ ১৫:১৮:২৯

জাটকা সংরক্ষণ অভিযান সপ্তাহ উপলক্ষে মোবাইল কোর্টের অভিযানে গতকাল ৫ই এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে দেওয়া একটি বাঁশের বাঁধ ধ্বংস করাসহ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
  রাজবাড়ী সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করা হয়।
  অভিযানে রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জে এম সিরাজুল কবিরসহ মৎস্য বিভাগ ও নৌ পুলিশের অন্যন্যা সদস্যরা অংশ নেন।
  দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির অভিযান প্রসঙ্গে বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গতকাল ৫ই এপ্রিল পদ্মা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় নদীতে ১টি বড় আড়াআড়ি বাঁশের বাঁধ কেটে ধ্বংস করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পোড়ানো হয় এবং ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
  তিনি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন নদেশ পরিচালিত হোক বিএনপি তা চায়না---মিন্টু
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল
পাংশা শহরে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ