ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কালুখালীতে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ইন্তেকাল॥রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • ফজলুল হক
  • ২০২৩-০৪-০৬ ১৬:৫৯:৫৮

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মুনিবুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন(৭৬) গতকাল ৬ই এপ্রিল বেলা ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
  একই দিন বিকালে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউপির রায়পুর গ্রামে নিজ বাড়ীর আঙ্গিনায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব। এর আগে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
  এ সময় কালুখালী থানার ওসি(তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল ও ডেপুটি কমান্ডার মোঃ আঃ খালেক মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  পরে বাদ আছর জানাযা নামাজ শেষে তাকে রায়পুর গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন মাওঃ গোলাম রসুল।
  জানাযার পূর্বে মাঝবাড়ী ইউপির চেয়ারম্যান কাজী শরীফুল ইসলাম, মাঝবাড়ী সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম পাংশা ইয়াকুব আলী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ মোতাহার হোসেন, পাংশা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম, রায়পুরকে এস এম একাডেমীর প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ আব্দুল সালাম, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ ফিরোজ হায়দার ও মরহুমের পুত্র মোঃ মহসিন হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
  বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন জীবন দশায় রায়পুর কেএসএম একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন।
  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ