ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ঈদে সুষ্ঠু ঘাট ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ উপলক্ষে সমন্বয় সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৪-১২ ১৫:০৮:০৩

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়ায় নির্বিঘ্ন ফেরী পারাপার, লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১২ই এপ্রিল সকালে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
  এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ছোট বড় মিলে ২০ টি ফেরি ও ৩৯টি লঞ্চ চলাচল করবে বলে সভায় জানানো হয়।
  সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোছাঃ মোরশেদা খাতুন।
  এতে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মাদ আব্দুর রহমান, বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের বন্দর ও পরিবহন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ম্যানেজার(বাণিজ্য) মোঃ সালাউদ্দিন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, লঞ্চ মালিক মোঃ মাসুদুর রহমান ও থ্রি হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।
  সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, নতুনভাবে আমাদের একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা আছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে লঞ্চ মালিক সমিতি, বাস মালিক সমিতি, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ’র দৃষ্টি আকর্ষণ করছি প্রতিবন্ধীরা যেন সহজে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা রাখতে হবে। আর আমরা একটা আশংকা করছি লঞ্চে যাত্রী পারাপার বেশি হবে সেক্ষেত্রে লঞ্চে ধারণ ক্ষমতা খেয়াল রাখতে হবে। যেন অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ না ছাড়ে, লঞ্চ মালিক সমিতি প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কালবৈশাখীর সময় চলছে। ঝড়ের বিষয়টাও খেয়াল রেখে লঞ্চ চালাবেন।
  তিনি আরও বলেন, এবার একটা বড় চ্যালেঞ্জ হবে মোটর সাইকেল পারাপার। মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে যে সভা হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে। সেক্ষেত্রে আমরা আশংকা করছি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে মোটর সাইকেলের একটা চাপ থাকবে। মোটর সাইকেল যেন সুষ্ঠুভাবে পারাপার হতে পরে এবং সবাই যেন হেলমেট পরে মোটর সাইকেল চালায় সে দিকে নজর রাখতে হবে। ফেরীতে যেন নিয়ম শৃঙ্খলা মেনে উঠা নামা করে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
  তিনি আরও বলেন, ঘাট এলাকায় বেস্টফিডিং কর্ণার, সুপেয় পানির ব্যবস্থা, টয়লেট ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। ফেরীতে পর্যাপ্ত পরিমানে খাবার পানিসহ অন্যকিছু রাখতে হবে। তবে সেটি যেন বেশি দামে বিক্রি না করা হয়। সেটি দেখতে হবে। বিআইডব্লিউটিসিকে বলবো ফেরীতে যে পকেট গেট আছে সেটি বন্ধ রাখতে। 
  জেলা প্রশাসক বলেন, গোয়ালন্দ এলাকায় কর্মরত সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি যারা আছেন, যানবাহন চলাচল নিবিঘ্ন করতে যেকোনো প্রয়োজনে আমাদের ফোন করবেন। আমরা আপনাদের সাথে আছি। যেহেতু ১৮ই এপ্রিল থেকে সরকারী ছুটি হয়ে যাচ্ছে সেজন্য বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। যেকোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। যেকোনো সময় সাহায্যের প্রয়োজন হলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। সবার সহযোগিতায় আমরা ঘরমুখো মানুষের সুন্দর একটা ঈদ যাত্রা উপহার দিতে পারবো আশা করি। পদ্মা সেতু উদ্বোধনের ফলে মানুষ যেমন উপকার ভোগ করছে তেমনই আমরা সুষ্ঠুভাবে ঘাট ব্যবস্থাপনার মধ্যে সঠিক যাত্রীসেবা দিতে পারবো। 
  সভায় রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ