ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কল্যাণ তহবিলের চেক বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৪-১৩ ১৫:৩৫:৩৪

রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
  গতকাল ১৩ই এপ্রিল দুপুরে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে এসব চেক তুলে দেন।
  এ সময় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ বিশ্বাস ও কোষাধক্ষ্য মোঃ জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে যারা চাকরীরত অবস্থায় তাদের বেতনের ১০% টাকা কল্যাণ তহবিলে জমা রেখেছিলেন। তাদের মধ্য থেকে ৮ জনকে মোট ১১ লক্ষ ৩৩ হাজার ৫৯০ টাকার চেক প্রদান করা হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ