ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কাল থেকে পদ্মা সেতু দিয়ে চলবে মোটর সাইকেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-১৮ ১৫:১৩:৩৫

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে আগামীকাল ২০শে এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
  গতকাল মঙ্গলবার দুপুরে গণভবনে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
  সেতু মন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটর সাইকেল চলাচলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে চলাচলের সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ।
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ৬টা  থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেনে মোটর সাইকেল চলাচল করবে। কোনো বাইকার যদি নিয়মের ব্যত্যয় ঘটান; যেমন- ওভারস্পিড, লেন না মানা- এমন ক্ষেত্রে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।
  গত বছরের ২৫শে জুন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬শে জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় সেতুটি। তারপর মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। পরদিন এক গণবিজ্ঞপ্তিতে ২৭শে জুন সকাল ৬টা থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

 

অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের ৪টি অভিযান
বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ: দশ দিনের প্রশিক্ষণ ব্যয় দশ কোটি টাকা
বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা-----প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ সংবাদ