ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ৩৩জন শিশুকে নতুন জামা দিল প্রথম আলো বন্ধুসভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-১৯ ১৫:০২:৪৩

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রাজবাড়ীতে নতুন পোশাক পেয়েছে ৩৩জন দরিদ্র শিশু। 

  গতকাল ১৯শে এপ্রিল রাজবাড়ী শহরের আজাদী ময়দান ও বন্ধুসভার কার্যালয়ে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচীর অংশ হিসেবে এসব শিশুদের হাতে রঙিন জামা উপহার তুলে দেওয়া হয়।। 
  এ সময় প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা ও রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, উপদেষ্টা চৌধুরী ইমরুল আহমেদ ওরফে তুহিন চৌধুরী, সভাপতি আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক মুর্শিদা আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মহসিন মৃধা, দপ্তর সম্পাদক রিদয় খান, অর্থ সম্পাদক শেখ ফয়সাল, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক রচনা স্যানাল, সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা ও বন্ধু কাওসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
  কর্মসূচী সমন্বয় করেন প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
  বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান বলেন, যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে। 
  সহমর্মিতার ঈদ কর্মসূচির আওতায় শিশুদের মুখে হাসি ফোঁটানোর জন্য নতুন জামা প্রদান করা হয়। কারণ শিশুদের মধ্যে ঈদের আনন্দ বেশি পরিলক্ষিত হয়।

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ