ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে বানিবহে উঠান বৈঠক অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৪-২৬ ১৭:২৯:৩৯

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল বুধবার বিকালে বানিবহ ইউনিয়নের নিজপাড়া ফুলতলা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী সদর থানা পুলিশ।
  বানিবহ ইউনিয়নের চেয়ারম্যান মোছাঃ শেফালী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর থানার এসআই মোঃ আবুল হোসেন খান বক্তব্য রাখেন।
  বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর থানা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোঃ হাফিজুর রহমান শেখ, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, এডঃ জাকির হোসেন, আব্দুল রশিদ মিয়া,  ইউপি সদস্য মোঃ সাহেব আলী ও মোঃ মোয়াজ্জেম হোসেন, বানিবহ ইউনিয়ন যুবলীগের  সভাপতি মোঃ রফিক উদ্দিন রাসেল, সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন ও হোগলাডাঙ্গী জামে মসজিদের  ইমাম মোঃ ইসলাম আলী মোল্লা বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস আই মোঃ আবুল হোসেন খান বলেন, আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন, পুলিশ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বদা ভূমিকা পালন করবে। বর্তমান যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে প্রতিটি পরিবারকেই সচেতন হতে হবে। সকলে একসাথে কাজ করলে অবশ্যই বানিবহ ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারী নির্মূল করা সম্ভব।

 

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ