রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় শহর রক্ষা বেরিবাঁধ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
গতকাল ২৯শে এপ্রিল দুপুরে সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে উন্নয়ন কাজ যাতে সঠিক ও যথাযথভাবে হয় সেজন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ ও রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আমিন।
এ সময় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান আঙ্কন, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ও সরকারী আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।