আজ ১লা মে। রাজবাড়ী জেলার সবচেয়ে জনপ্রিয় মানবিক সামাজিক সংগঠন ‘রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন’ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। তিন বছর পেরিয়ে ফাউন্ডেশনটি এখন চার বছরে পদার্পণ করলো।
করোনা মহামারীর সেই ভয়াল সময়ে ভয়, আতঙ্ক, মৃত্যু, স্বার্থপরতা যখন গ্রাস করতে যাচ্ছিল রাজবাড়ীসহ পুরো বিশ্বকে। ঠিক সেই সময় বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে আশার প্রদীপ জ্বালিয়ে যাত্রা শুরু হয় মানবিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের।
১লা মে। সালটা ২০২০। স্বপ্নবাজ মানুষ ক্যাপ্টেন ডাঃ সুমন হুসাইন ও একদল চিকিৎসক অন্যান্য পেশাজীবী অদম্য তরুণকে একত্রিত করে প্রতিষ্ঠা করেছিলেন এই ফাউন্ডেশন। বর্তমানে যা অনলাইন ও অফলাইন দুই জায়গায়ই সমান তালে কাজ করে যাচ্ছে । তাদের এ দূর্বার যাত্রায় তারা রাজবাড়ীর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে।
প্রায় ৮০ হাজারের সদস্য বিশিষ্ট ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ রয়েছে এ সংগঠনের। রয়েছে বিভিন্ন পেশাজীবী, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে উজ্জীবিত একটা কার্যকরী কমিটি। যার বর্তমান সভাপতি নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আফরোজা বানু মিথুন ।
প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল। উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা, কখনো বা সরাসরি থেকে অসাধারণভাবে কাজ করে যাচ্ছেন যুগ্ম পুলিশ কমিশনার হামিদা পারভীন, ডেপুটি কমিশনার(কাস্টমস) আরজিনা খাতুন, সহকারী অধ্যাপক ডাঃ খালিদ সাইফুল্লাহ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
শুরু থেকেই রাজবাড়ী জেলার শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকরা। কার্যকরী পর্ষদে আছেন চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, প্রবাসী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার অদম্য একঝাঁক রাজবাড়ীয়ান।
উপদেষ্টা পরিষদ, কার্যকরী সদস্য ও কখনো কখনো রাজবাড়ীর বিত্তশালী মানুষের আর্থিক সহায়তায় সংগঠনটি স্বচ্ছতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজবাড়ীর অস্বচ্ছল ও অসহায় মানুষেকে সহযোগিতা, জেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণসহ শিক্ষা সামাজিক খাতে উন্নয়ন, মেডিকেল ক্যাম্প ও ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান, জেলার সংস্কৃতি বিকাশে ভূমিকা, যোগাযোগসহ বিভিন্ন ইস্যুতে তথ্যগত উপাত্ত দিয়ে রাজবাড়ীর জনগণকে সহযোগিতা করাই এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।
বিগত ৩ বছরে এ সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হলো-
১। করোনাকালীন সময়ে ৫০টা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে পুরো রাজবাড়ীতে ফ্রি অক্সিজেন সেবা প্রদান।
২। আশ্রয়হীন ৫ টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া।
৩। সম্প্রতি ৯টা পরিবারকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওয়াত জোড়া ছাগল/রিক্সা/মুদি মালামাল প্রদান।
৪। বালিয়াকান্দিতে আলোকবর্তিকা নামে লাইব্রেরী স্থাপন।
৫। ঈদের সময়ে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।
৬। তিন বছরে ১৫০০ এর অধিক শীতবস্ত্র (কম্বল/লেপ/সোয়েটার) বিতরণ।
৭। বন্যার্ত ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান ও মেডিকেল ক্যাম্প ।
৮। রমজান মাসে ৫০০ এর অধিক ইফতার প্যাকেট বিতরণ।
৯। ক্যান্সারসহ দুরারোগ্য ২০ জনের অধিক দুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান।
১০। টেলিমেডিসিন সেবার আওতায় সহস্রাধিক মানুষকে সেবা প্রদান।
১১। প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের অর্থায়নে সুফিয়া রহমান শিক্ষাবৃত্তির আওতায় মেধাবী দরিদ্র ৩২ শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান।
১২। বিভিন্ন বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত দরিদ্র মেধাবী দশের অধিক শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান।
১৩। কবি ও ছড়াকার নাসের মাহমুদ সাহিত্য পুরস্কারের আয়োজন করা।
১৪। রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ আয়োজন।
১৫। ফ্রি রক্তদান কর্মসূচী ও ব্লাড গ্রু নির্ণয়।
১৬। বই বিনিময় উৎসব আয়োজন করা।
১৭। ৫ জন অসহায় শারীরিকভাবে অক্ষম মানুষকে হুইল চেয়ার প্রদান।
১৮। প্রতিদিন হাজারো তথ্য গত সহায়তা প্রদান।
১৯। বিভিন্ন উপজেলায় দুই শতাধিক বৃক্ষরোপণ।
২০। রাজবাড়ীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা, হাজুরা বিবির কবর সংরক্ষণে কার্যকরী উদ্যোগ।
২১। বিভিন্ন ইস্যুতে মানববন্ধন, যেমন- রাজবাড়ীতে ভার্সিটি স্থাপন, আন্তঃনগর ট্রেন(ঢাকা টু রাজবাড়ী) দাবী করা।
২২। জেলার পর্যটন বিকাশে সচেতনতা বৃদ্ধি।
২৩। রাজবাড়ী জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
২৪। বিভিন্ন সময় হারানো মোবাইল পেতে সহযোগিতা।
২৫। রাজদর্পন ম্যাগাজিন প্রকাশ।
২৬। নারুয়া ইউনিয়নের একটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
২৭। মাদ্রাসা ও এতিমখানায় খাবার প্রদান।
২৮। নানাবিধ আয়োজনে রাজবাড়ী উৎসব-২০২২ উদযাপন।
২৯। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত আলীপুরের ব্যবসায়ীকেকে আর্থিক সহযোগিতা প্রদান।
৩০। গ্রুপের পোস্ট হতে কয়েকজনের চাকুরি লাভ।
৩১। অনলাইন পত্রিকা ঢাকা পোস্ট কর্তৃক রাজবাড়ী হেল্পলাইন এর সম্মাননা অর্জন।
৩২। গ্রুপের পোস্টের মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদাতার বিনামূল্যে রক্ত প্রদানসহ অসংখ্য মানবিক কাজ করা।
রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন বাস্তবায়নে দারুণভাবে তাদের বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে। আরো বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করবে এ সংগঠনটি, এটিই সবার প্রত্যাশা।
সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থবর্ষে পদার্পণ উপলক্ষ্যে রাজবাড়ী জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি ও সম্পাদক।