ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
বালিয়াকান্দিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও আলোচনা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৫-০২ ১৫:১৫:২৪

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  দিবসটি উপলক্ষে গত ১লা মে সকাল ১০টায় বালিয়াকান্দি সরকারী কলেজ চত্বরে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। 
  পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
  র‌্যালী শেষে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তারেক বাবলুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন ও হারুন অর রশিদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন।
  আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ