ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-০৭ ১৫:৪৩:৪৯

প্রতিশ্রুত ঔষধ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গতকাল ৭ই মে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক বাজারে দুইটি প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স সর্দার ফার্মেসী ও আরাফাত স্টোর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, গতকাল ৭ই মে কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে প্রতিশ্রুত ঔষধ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বাংলাদেশ হাট নামক বাজারে মেসার্স সর্দার ফার্মেসীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আরাফাত স্টোরকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ