রাজবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল ৮ই মে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে জেলা পরিষদের এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সালাহউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক অনিরুদ্ধ মন্ডল ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচার অফিসার পার্থ প্রতীম দাস ও আরএসকে ইনস্টিটিউটের সরকারী প্রধান শিক্ষক চায়না রানী সাহা।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিগণ, জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান সদস্যগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। যার পদচারনা বাংলা সাহিত্যের প্রতিটি সেক্টরে শুধু সীমাবদ্ধ ছিল না বরং তিনি ছিলেন বিশ্ব সাহিত্যের একজন কবি, সাহিত্যিক ও দার্শনিক। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি তার কর্মের মাধ্যমে তার এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রথম ক্ষুদ্রঋণ প্রথম প্রবর্তণ করেছিলেন। তিনি তার লেখনী ও কর্মের মাধ্যমে সব সময় একটি অসম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষে কাজ করেছেন। তার এই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার চিন্তা চেতনার গুলো অনেক ক্ষেত্রে সুফি সাধক লালনশাহ এর জীবনাদর্শ থেকে প্রাপ্ত বলে অনেক গবেষক মনে করেন। শুধু সেটাই নয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে দীক্ষা নিয়ে তার রাজনৈতিক আদর্শে অস্প্্রদায়িকতার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। জাতির পিতার সেই দেখানো পথে আজ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশেকে বিশ্বের বুকে একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার ঘোষনা অনুযায়ী আমরা ২০৪১ সালের মধ্যে সকলের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব বলে আশা করি।
এছাড়াও সভাপতিসহ অন্যান্য অতিথিগণ আলোচনা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।