ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর বসন্তপুরে পুলিশের পোশাক পরে মহাসড়কে চাঁদাবাজির সময় দুই ভুয়া পুলিশ আটক
  • আশিকুর রহমান
  • ২০২৩-০৫-১২ ১৪:৩০:৫৪

রাজবাড়ীতে পুলিশের পোশাক পরে মহাসড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে চাঁদাবাজির সময় দুই ভুয়া পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল ১২ই মে বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর (সাইনবোর্ড) এলাকা থেকে তাদের আটক করে তারা।

আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী ওরফে সিরাজুল (৩১) ও একই উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহরাব হোসেন (১৯)।

স্থানীয় ইলিয়াস শেখ নামে এক যুবক বলেন, ‘পুলিশের উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পোশাক পরা এক ব্যক্তি গত ৩-৪ দিন আগে বসন্তপুর স্টেশন বাজার থেকে আমার মোটরসাইকেল আটক করেন। সে সময় পুলিশের কোটি পরা কনস্টেবল পরিচয়দানকারী এক ব্যক্তিও তার সঙ্গে ছিলেন। মোটরসাইকেল আটকের পর তারা আমার কাছে এক হাজার টাকা চাঁদা দাবী করেন। তারা কোন থানার পুলিশ আমি জিজ্ঞাসা করলে তারা জানান ফরিদপুরের কানাইপুরের পুলিশ। তখন আমার সন্দেহ হয় যে, ফরিদপুরের পুলিশ তো রাজবাড়ী এসে অভিযান চালানোর কথা না। তখন আমি তাদের বলি যে, আমার বাড়ী এখানেই, আমি স্থানীয় লোক। এ কথা শোনার পর তারা আমাকে ছেড়ে দেন।

তিনি আরও বলেন, সকালে আমি আবারও তাদের দুজনকে পুলিশের পোশাক পরা অবস্থায় ইয়ামাহা ফেজার মোটরসাইকেল নিয়ে বসন্তপুর স্টেশন বাজারে ঘুরতে দেখি। তখন আমি কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তাদের অনুসরণ করি। একপর্যায়ে তারা সাইনবোর্ড এলাকায় গিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে চাঁদাবাজি শুরু করেন। বাচ্চু মৃধা নামে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তারা ১০০ টাকা চাঁদা নেন। সেসময় আমরা গিয়ে তাদের হাতেনাতে আটক করে আহলাদীপুর হাইওয়ে থানায় খবর দেই। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজী হাতেম খার পাড়ার বাচ্চু মৃধা বলেন, ‘আমি নিজ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী সদরের নিমতলা গ্রামে শ্বশুরবাড়ী যাচ্ছিলাম। সাইনবোর্ড এলাকায় পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে আমার কাছে এক হাজার টাকা চাঁদা দাবী করেন। আমি তাদের বলি যে, আমার কাছে এত টাকা নেই, মাত্র ১০০ টাকা আছে। তখন তারা আমার কাছ থেকে ১০০ টাকাই নিয়ে নেন। আরও কয়েকটি মোটরসাইকেল থামিয়ে টাকা তুলে নেন তারা। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করব।'

আটক জুনায়েদ পাটোয়ারী ওরফে সিরাজুল জানান, আগে তিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন। ৩০ হাজার টাকা চাঁদাবাজির দায়ে ২০২২ সালে চাকরিচ্যুত হন তিনি। এরপর থেকে তিনি এ চাঁদাবাজির পথ বেঁছে নেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, পুলিশের পোশাক পরে মহাসড়কে বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজির সময় দুই ভুয়া পুলিশকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। 

এ ব্যাপারে আমাদের থানার এএসআই সবুজ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। একইসঙ্গে আটক দু'জনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ